• 01848389030,01839590264
  • 01848389030,01839590264
This is logo

School EIIN -137758
School Code - 2296

নোটিশ
শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৩ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি HSC Result 2022 প্রিয় অভিভাবক ,সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ২২ জানুয়ারি থেকে ২0 ফেব্রুয়ারি-২২ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ভর্তি সংক্রান্ত তথ্য-২০২২ নিয়োগ পরীক্ষা - ২০২২ Notice 2021 for HSC Students প্রিয় অভিভাবক, আসসালামু আলাইকুম।সরকারি নির্দেশ অনুযায়ী আপনার সন্তানের ডিজিটাল পদ্ধতির জন্ম নিবন্ধন সনদ অতিব জরুরি। আগামী ৩০/৫/২১ তারিখের মধ্যে অফিসে জমা দিন। অন্যথায় লেখাপড়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে। AMSC ভর্তি বিজ্ঞপ্তি - ২০২১,অভিভাবক প্রতিনিধিদের সাথে আলোচনা সাপেক্ষে ২০২০ সালের সকল শ্রেণির মাসিক বেতন ৪ মাসের মওকুফ করা হলো এবং করোণা পরিস্থিতির কারণে ২০২১ সালের ভর্তি ফি মওকুফ ও সেশন ফি ১০০০ টাকা পুন:নির্ধারণ করা হলো। একই সাথে করোণাকালীন মাসিক বেতন ৫০% করা হলো। ভর্তি বিজ্ঞপ্তি - ২০২১ , প্রিয় অভিভাবক,করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী ২০২১ সালের ছাত্র-ছাত্রীদের ভর্তি ফি মওকুফ করা হলো। অধ্যক্ষ
চেয়ারম্যান এর বানী

চেয়ারম্যান এর বানী

চেয়ারম্যান এর বানী

আমার বহুদিনের লালিত সপ্ন আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ’ । কালিয়াকৈর-এর মতো বাংলাদেশর একটি পশ্চাৎপদ গ্রামীণ জনপদে উন্নতমানের একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার তীব্র আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পেরে আমি গর্ব বোধ করছি । একটি সপ্ন কতগুলো ভাবনা আর কল্পনার বিমূর্ত রেখাচিত্র ছাড়া কিছুই নয় ।সুতরাং তাকে অদৃশ্য অবয়ব থেকে বাস্তবে দৃশ্যমান করতে হলে প্রয়োজন সঠিক পরিকল্পনা ও নিরলস পরিশ্রম । আমি আমার সহযোদ্ধাদের সাথে নিয়ে সপ্ন বাস্তবায়নের পথে ক্রমান্বয়ে এগিয়ে চলেছি । আমার সুযোগ্য সহচরদের মধ্যে রয়েছেন ক্যাডেট কলেজের প্রাজ্ঞন অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও বিজ্ঞ অনুষসদস্যবৃন্দ ।এছাড়াও প্রতিষ্ঠানটির উপদেষ্টা হিসাবে সহযোগিতা করছেন দেশবরেণ্ণ শিক্ষাবিদগণ । তাঁদের গবেষণা প্রসূত দিকনির্দেশনার আলোকে কাজ করে আমরা ইতোমধ্যেই সাড়া জাগানো সফলতা অর্জন করতে সাক্ষম হয়েছি । এই বিশাল কর্মষজ্ঞ বাস্তবায়নের ক্ষেত্রে আমি কালিয়াকৈর-এর সর্বসাধারণের অকুণ্ঠ সমর্থন, সুপরামর্শ ও সহযোগিতা পেয়েছি । ভবিষ্যতে তাঁরা আমার পাশে থেকে যোগ্য সহচরের ভূমিকা পালন করবেন বলে আমার বিশ্বাস ।অভিভাকদেরকে আমি অভিবাদন জানাই যে, তাঁরা তাঁদের প্রাণপ্রিয় সন্তানদের এ প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে সুশিক্ষা নিশ্চিত করার সুযোগ করে দিয়েছেন । সুশিক্ষা এক আশ্চর্য পরশ পাথর । সুশিক্ষার উপহার পেতে হলে যে-মানের শিক্ষক প্রয়োজন, আমি তা নিশ্চিত করতে বদ্ধপরিকর । এর পাশাপাশি শান্ত-স্নিগ্ধ, নির্মল ও নিরিবিলি পরিবেশ জ্ঞানচর্চার জন্য খুবই অপরিহার্য । আমরা উদার-মুক্ত প্রকৃতির মাঝে নান্দনিক পরিবেশে স্বপ্নিল এই শিক্ষাঙ্গনটি গড়ে তুলেছি ।এছাড়া আমার পক্ষ থেকে প্রতিষ্ঠানটির সকল ক্ষেত্রে শতভাগ শৃঙ্খলা প্রতিষ্ঠার তাগিদ রয়েছে । বাস্তবে হৃদয় আলোকিত করার মতো যে-শিক্ষা প্রয়োজন, আমরা তারই বাস্তবায়ন করতে সদা প্রস্তুত । নিছক সুনাম কুড়ানোর জন্য নয়, আমার বাবার নামে প্রতিষ্ঠিত এ-বিদ্যাপিঠটি যেন যুগ যুগ ধরে জাতির আলোকিত সন্তান গড়তে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে, এ-কামনাই করছি ।পরিশেষে আধুনিক শিক্ষার সকল উপায়-উপকরন সংবলিত এ বিদ্যাঙ্গনটি শিক্ষার্থী অভিভাবক এলাকাবাসী তথা দেশ-জাতির গর্বের বিষয় হয়ে অচিরেই মাথা উঁচু করে দাঁড়িয়ে যাক, পরম করুণাময়ের দরবারে এই প্রার্থনা করছি ।আমাদের শতভাগ প্রচেষ্টা থাকলে আল্লাহুর রহমতে সোনালী-সপ্ন একদিন সত্যে পরিণত হবে ইনশাআল্লাহ ।

আলহাজ্জ মোঃ জলিল উদ্দিন
চেয়ারম্যান
আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ।
কালিয়াকৈর, গাজীপুর।